Laxmi Bhandar Status Check With Mobile Number 2023: মোবাইল নাম্বার দিয়ে লক্ষীর ভান্ডার চেক করার পদ্ধতি

79 / 100

Laxmi Bhandar Status Check With Mobile Number: মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে রাজ্যের দুঃস্থ মহিলাদের আর্থিক সাহায্য করার জন্য লক্ষীর ভান্ডার (Laxmi Bhandar ) প্রকল্পটি চালু করেন। লক্ষীর ভান্ডার প্রকল্পের মূল উদ্দেশ্য হলো মহিলাদের মাধ্যমে পরিবারের আর্থিক সহায়তা করা। এই প্রকল্পের মাধ্যমে তপশীল জাতি ও উপজাতি (SC / ST) মহিলাদের মাসে 1000 টাকা করে দেওয়া হয় এবং অন্যান মহিলাদের(OBC/General)মাসে 500 টাকা করে দেওয়া হয়। 25 বয়স থেকে 60 বয়সের সকল মহিলারা এই প্রকল্পে আবেদন করতে পরবে। দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে এই প্রকল্পের জন্য আবেদন করতে হয়। এখন পর্যন্ত  প্রায় 5 লক্ষরও বেশি মহিলারা লক্ষীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছে।

আপনি যদি লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদন করে থাকেন এবং টাকা কবে ঢুকবে তা দেখতে চান আবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে দুই তিন বার আবেদন করা সত্বেও লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা এখনো ঢুকছে না তাদের জন্য রয়েছে এক উপায়। Laxmi Bhandar Status Chek করে দেখে নিতে পারেন প্রকল্পের টাকা কবে ঢুকবে। ঘরে বসেই নিজের মোবাইল নম্বর দিয়েই দেখে নিতে পারেন লক্ষীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস।

মোবাইল নম্বর দিয়ে লক্ষীর ভান্ডারের স্ট্যাটাস চেক করার পদ্ধতি : Laxmi Bhandar Status Check With Mobile Number

মোবাইল নম্বর দিয়ে কিভাবে লক্ষীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করতে হয় তা এক নজরে দেখে নিন —

  • মোবাইল নম্বর দিয়ে Laxmi Bhandar Status Check with mobile number করার জন্য সর্বপ্রথম আপনাকে পশ্চিমবঙ্গ সরকারের এই https://socialsecurity.wb.gov.in/ অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
  • পেজটি ওপেন হওয়ার পর নিচের দিকে ‘Track Application Status’ লেখা অপশনটিতে Click করতে হবে।
  • এরপর যে পেজটি আসবে সেখানে Mobile Number এর জায়গায় লক্ষী ভান্ডার জমা করার সময়ে যে ফোন নাম্বারটি দিয়েছিলেন সেটি বসাতে হবে।
  • এরপর Captcha Cord টি দিয়ে Serch অপশনে Click করলেই আপনার লক্ষী ভান্ডারের সমস্ত তথ্য দেখতে পারবেন।

মোবাইল নম্বর ছাড়াও Aplication ID/আধার কার্ড /স্বাস্থসাথী কার্ড দিয়েও লক্ষী ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারেন।

আধার কার্ড দিয়ে লক্ষীভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক :

আধার কার্ড দিয়ে কিভাবে laxmi Bhandar Status Check করতে হয় তা দেখে নিন

  • আধার কার্ড দিয়ে স্ট্যাটাস চেক করার জন্য সর্বপ্রথম পশ্চিমবঙ্গ সরকারের এই অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করুন https://socialsecurity.wb.gov.in/
  • এরপর ‘ট্র্যাক এপ্লিকেশন স্ট্যাটাস ’ অপশনে ক্লিক করুন।
  • এরপর Aadhar Number ও Captcha Cord টি দিন।
  • এরপর Search বটনে ক্লিক করুন।
  • সার্চ করার পরই আপনি আপনার লক্ষী ভান্ডারের সমস্ত তথ্য দেখে নিতে পারবেন।

উপরে যেভাবে দেওয়া হলো ঠিক একই ভাবে আপনারা Aplication ID ও Swasthya Sathi কার্ডের নাম্বার বসিয়ে লক্ষী ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন।

4 thoughts on “Laxmi Bhandar Status Check With Mobile Number 2023: মোবাইল নাম্বার দিয়ে লক্ষীর ভান্ডার চেক করার পদ্ধতি”

  1. I have got an SMS as per below screenshot
    “Your Lakshmir Bhandar application is received with application ID 135302567 . Lakshmir Bhandar, Govt of WB”
    For your kind notice, I have not made any application to that effect and I request to disapprove the said application denying the person who fraudulently intent to take advantage of it.

    Reply
  2. Already successful approved in Oct 23 but not send any amt till date for Lakmi Bhander. 3 months gone approved & confirmed beneficiary by bank

    Reply

Leave a Comment