যুবকদের দিবে 2500 টাকা পশ্চিমবঙ্গ সরকার|কিভাবে পাবে যুবশ্রী প্রকল্পের টাকা? Yuvashree prakalpa Payment West Bengal

16 / 100

যুবশ্রী প্রকল্প (Yuvashree prakalpa):

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সাধারণ মানুষদের আর্থিক সাহায্য করার জন্য অনেক প্রকল্প চালু করেছেন। এবং সেইসব প্রকল্প গুলি জনপ্রিয়তাও পেয়েছে অনেক। মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম একটি প্রকল্প হলো ‘লক্ষীর ভান্ডার’ প্রকল্প। এই প্রকল্পে মহিলাদের মাসে ১০০০-১২০০ টাকা করে আর্থিক সাহায্য করা হয়।

এই লক্ষীর ভান্ডার প্রকল্পের মতোই একটি  প্রকল্প হলো ‘যুবশ্রী’ প্রকল্প(Yuvashree prakalpa)। এই প্রকল্পে রাজ্যের বেকার যুবকদের মাসে ২৫০০ টাকার ভাতা দেওয়া হয়। মাসিক এই ২৫০০ টাকা সরাসরি উপভোক্তকারীর ব্যাংক একাউন্টে পাঠিয়ে দেওয়া হয়।বেকার যুবকরা যেন কর্মউদ্যোগী হয়ে উঠতে পারে এই উদ্দেশ্যেই পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক যুবশ্রী প্রকল্পটি চালু করা হয়।

যুবশ্রী প্রকল্প ২০২৪:

প্রকল্পের নাম যুবশ্রী প্রকল্প (Yuvashree prakalpa)
চালু করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
উদ্দেশ্যবেকার যুবকদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার চেষ্টায়।
সুবিধাভোগী রাজ্যের সমস্ত বেকার যুবক-যুবতীরা।
টাকার পরিমান মাসে ২৫০০ টাকা।
বয়সসীমা ১৪ থেকে ৪৫ বছর।
আবেদনের তারিখ নিদিষ্ট কোনো তারিখ নেই।
Official website https://employmentbankwb.gov.in/
Helpline Number 033 22376300

কারা পাবেন এই প্রকল্পের সুবিধা?

  •  এই প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারীকরে অবশ্যই  পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  •  আবেদনকারী একজন কর্মহীন যুবক হবেন এবং পশ্চিমবঙ্গের যে কোন স্বীকৃতি শিক্ষা প্রতিষ্ঠান থেকে  কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ করতে হবে।
  • আবেদনকারীর বয়স নূন্যতম ১৮ থেকে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হবে।
  • এই প্রকল্পে আবেদনের জন্য এমপ্লয়মেন্ট ব্যাংকে (employment bank) নাম রেজিস্ট্রেশন করতে হবে।
  •  এই প্রকল্পে আবেদন করতে হলে কেন্দ্র সরকার বা রাজ্য সরকার থেকে কোন প্রকার ঋণ নেওয়া চলবে না।
  • একটি পরিবারের মধ্যে শুধুমাত্র একজন সদস্য এই প্রকল্পের সুবিধা লাভ করতে পারবেন।

 উপরের এই শর্তগুলি পূরণ করতে পারলেই আপনি যুবশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন।

আবেদনের পূর্বে অবশ্যই এই প্রকল্পের নাম নথিভুক্ত করতে হয়। কিভাবে অনলাইনে এই প্রকল্পের নাম রেজিস্ট্রেশন করাবেন তা দেখে নিন 

 যুবশ্রী প্রকল্পের নাম রেজিস্ট্রেশন কিভাবে করবেন?

  • Yuvashree scheme এ নাম রেজিস্ট্রেশন করতে প্রথমে আপনাকে Employmet Bank এর এই https://employmentbankwb.gov.in/অফিসিয়াল ওয়েবসাইট যেতে হবে।
  • তারপর New Enrolment Job Seeker অপশনে ক্লিক করে সমস্ত শর্তাবলী মেনে Except ও continue ক্লিক করতে হবে।
  • এরপর আপনার সামনে যে ফর্মটি আসবে সেটি প্রয়োজনীয় তথ্য দিয়ে ফিলাপ করে submit করলে আপনার ID নম্বর ও password টি পেয়ে যাবেন।
  • ID নম্বর ও password টি পেলে  আপনি যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।

‘যুবশ্রী’ প্রকল্পে আবেদন পদ্ধতি :

  • এই প্রকল্পে আবেদনের জন্য প্রথমে এই https://employmentbankwb.gov.in/অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • সেখানে বাঁদিকে অনেক অপশন দেখতে পারবেন তাঁর মধ্যে Job Seeker অপশনে ক্লিক করতে হবে।
  • New Enrolment অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর আপনার সামনে যে ফর্মটি আসবে সেটি প্রয়োজনীয় নথি দিয়ে ফিলাপ করতে হবে এবং তথ্য Upload করতে হবে।
  • এরপর সেই ফর্ম এবং এমপ্লয়মেন্ট ব্যাংকের দেওয়া ID ও Password নিয়ে এক্সচেঞ্জ অফিসে 60 দিনের মধ্যে ভেরিফিকেশন এর জন্য জমা করতে হবে।

আবেদনের জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন?

যুবশ্রী প্রকল্পে আবেদনের জন্য যেসব ডকুমেন্ট এর প্রয়োজন তা দেখে নিন 

  • মাধ্যমিক অ্যাডমিট কার্ড।
  • উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পাশ সার্টিফিকেটে।
  •  ভোটার কার্ড /প্যান কার্ড /আধার কার্ড।
  •  ব্যাংকের পাস বই।
  • পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

Leave a Comment