পশ্চিমবঙ্গে BDO অফিসে সুপারভাইজার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, জেনে নিন আবেদন পদ্ধতি 

10 / 100

পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জেলার ব্লক আধিকারিক দপ্তরের অধীনে (Office Of The Block Development) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। নিয়োগ করা হবে মিড ডে মিল বিভাগের সুপারভাইজার পদে। এটি একটি চুক্তিভিত্তিক নিয়োগ প্রক্রিয়া। এই ক্ষেত্রে আবেদনকারীকে কোন লিখিত পরীক্ষা দিতে হবে না। ইন্টারভিউ এর মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলেই এই পদের জন্য আপনি আবেদনের যোগ্য হবেন। আবেদনের ক্ষেত্রে পুরুষ এবং মহিলা দুজনেই যোগ্য।West Bengal BDO Office Supervisor Recruitment 2024

West Bengal BDO Office Supervisor Recruitment 2024:

 পশ্চিমবঙ্গের Block Development Office এর মিড ডে মিল বিভাগের সুপারভাইজার পদে আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। সুপারভাইজার পদে কিভাবে আবেদন করবেন, কারা কারা আবেদন করতে পারবে,আবেদন করার ক্ষেত্রে কি কি ডকুমেন্টস প্রয়োজন এছাড়া কত বেতন দেয়া হবে, এই সমস্ত যাবতীয় তথ্য আজকের এই প্রতিবেদনে আমরা তুলে ধরব 

পদের নাম পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জেলার ব্লক আধিকারিক দপ্তরের অধীনে মিড ডে মিল বিভাগের সুপারভাইজার পদে কর্মী নিয়োগ।
যোগ্যতা   অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা আবেদনের যোগ্য।
বয়সসীমা সর্বাধিক ৬৩ বছর 
আবেদন মাধ্যম অফলাইন 
বেতন মাসে ১০০০০/
ইন্টারভিউ তারিখ ২৭/০৬/২০২৪
অফিসিয়াল নোটিশ এখানে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নিন 

যোগ্যতা :

 মিড ডে বিভাগের সুপারভাইজার পদে নিয়োগের জন্য আবেদনকারীর যেসব যোগ্যতা প্রয়োজন তা দেখে নিন 

  •  আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  •  আবেদনকারীর বয়স ০১,০১,২০২৪ অনুযায়ী সর্বাধিক ৬৩ বছর বা তার নিচে হতে হবে।
  •  আবেদনকারী অবশ্যই একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মজীবী হবেন।

আবেদন পদ্ধতি :

 রাজ্যের নির্দিষ্ট ব্লক আধিকারিক দপ্তরের অধীনে মিড ডে বিভাগে সুপারভাইজার পদে নিয়োগের জন্য আবেদনকারীকে অফলাইনে আবেদন পত্র জমা করতে হবে। এক্ষেত্রে আবেদনকারীকে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে সেটি প্রিন্ট আউট করে নিতে হবে। এরপর ফর্মটি নির্ভুল তথ্য দিয়ে পূরণ করে  নিদিষ্ট ঠিকানায় জমা করতে হবে এবং আবেদনপত্রের সাথে আপনার কিছু ডকুমেন্টও জমা করতে হবে।

 নিচের দেওয়া লিংকে ক্লিক করে আপনি ফর্মটি ডাউনলোড করে নিতে পারেন 

Download 

 প্রয়োজনীয় ডকুমেন্ট:

 আবেদনপত্রের সাথে যেসব ডকুমেন্ট যোগ করতে হবে তা দেখে নিন 

  •  ভোটার কার্ড/ আধার কার্ড /প্যান কার্ড।
  •  মাধ্যমিক পরীক্ষার এডমিট কার্ড।
  •  রেসিডেন্ট সার্টিফিকেট।
  •  পেনশন পেপার।
  •  বেসিক পে সার্টিফিকেট।
  •  যেকোনো গভর্মেন্ট অফিস কর্তৃক পাঁচ বছরে কাজে দক্ষতা সার্টিফিকেট।

 প্রতিটি ডকুমেন্টের জেরক্স কপির সাথে নিজের স্বাক্ষর(self Attested)করে দেবেন।

কোন জেলায় নিয়োগ করা হবে :

Khatra Development block,Khatra, Bankura (বাঁকুড়া)।

আবেদনপত্র জমা করার ঠিকানা :

Government of West Bengal,office of the Block Development officer, Khatra Development block,Khatra, Bankura

 আবেদন পত্র জমা করার তারিখ :

২৫/০৬/২০২৪ তারিখ পর্যন্ত আবেদন পত্র জমা করা যাবে।

 ইন্টারভিউ এর তারিখ :

২৭/০৬/২০২৪ তারিখ দুপুর বারোটা থেকে ইন্টারভিউ নেওয়া হবে।

 নিয়োগ প্রক্রিয়া :

 নির্ভুল ভাবে আবেদনপত্র জমা করার পর প্রার্থীদের ইন্টারভিউয়ে ডাকা হবে। ইন্টারভিউ সফলপ্রার্থীদের নির্বাচন করা হবে। কোন প্রকার লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

বেতন :

প্রার্থীদের মাসে ১০০০০ টাকা করে বেতন দেওয়া হবে।

Leave a Comment