WB ICDS Recruitment Exam Date : পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রাম অঞ্চলের অঙ্গনওয়াড়ি পদে মাস কয়েক আগে আবেদন সম্পূর্ণ হয়েছে । গোটা রাজ্য জুড়ে মোট প্রায় ১৩ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের আবেদন সম্পূর্ণ হয়েছে এখন প্রকাশ্য হলো পরীক্ষার তারিখ ।
আপনি কি অঙ্গনওয়াড়ি পদের জন্য আবেদন করেছেন ? তাহলে প্রস্তুত হয়ে থাকুন পরীক্ষার জন্য । আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদের অঙ্গনওয়াড়ি পরীক্ষার যাবতীয় তথ্য তুলে ধরছি ।
পরীক্ষার নাম | অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ (WBPSC ICDS) |
মোট শূন্যপদ | ১৩,০০০+ |
শিক্ষাগত যোগ্যতা | স্নাতোক্ত |
বয়স | ১৮-৩৯ বছর |
পরীক্ষার তারিখ | খুব দ্রুত আসছে।… |
প্রার্থীবাছাই | পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে । |
জব লোকেশন | আপনার এলাকায় |
জেলাগুলি | আলিপুরদুয়ার, দার্জিলিং, হুগলি, কালিম্পং, মালদা, উত্তর ২৪ পরগনা এবং পশ্চিম বর্ধমান |
ওয়েবসাইট | https://psc.wb.gov.in/ |
home | https://laxmibhandar.org/ |
WB ICDS Recruitment Exam Date 2024
পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, দার্জিলিং, হুগলি, কালিম্পং, মালদা, উত্তর ২৪ পরগনা এবং পশ্চিম বর্ধমান জেলাতে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের আবেদন হয়েছে এখন পরীক্ষার পালা । ইতিমধ্যে নির্বাচনের রেজাল্ট প্রকাশিত হয়েছে এখন এক এক করে রাজ্যের বিভিন্ন চাকরির পরীক্ষা নেওয়া হবে ।
এখনো অফিসিয়াল ভাবে কোন এক্সাম ডেট আসেনি। তবে মাস দুয়েকের মধ্যে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের পরীক্ষা হবার খুব সম্ভাবনা রয়েছে ।
প্রত্যেক অঙ্গনওয়াড়ি আবেদন করা প্রার্থীদের জানানো যাচ্ছে আমাদের তরফে, আপনারা অঙ্গনওয়াড়ি পরীক্ষার জন্য প্রস্তুত হতে শুরু করুন ।
WB ICDS Recruitment Selection Process 2024
এই অঙ্গনওয়াড়ি চাকরি কিভাবে দেওয়া হবে অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া কিভাবে হবে – প্রথমে আপনাদের লিখিত পরীক্ষা দিতে হবে তার জন্য পরীক্ষার আগে আপনাদের এডমিট কার্ড দেওয়া হবে । লিখিত পরীক্ষায় যারা পাস করবেন তাদের ইন্টারভিউ দিতে হবে ।
লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে অঙ্গনওয়াড়ি পদে চাকরির নিয়োগ করা হবে ।