WB Civic Volunteer : পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের জন্য নিয়ে এলো এক নতুন চমক। রাজ্যের সিভিক ভলেন্টিয়াররা এবার থেকে পাবেন মাসে 1000 টাকা বেশি বেতন। তাঁর সাথে সাথে বাড়ানো হলো বোনাসও। এবার থেকে ভলেন্টিয়াররা দৈনিক কত টাকা বেশি বেতন পাবে এবং বোনাস কত টাকা বাড়ানো হল তা দেখে নিন।
রাজ্য পুলিশের সঙ্গে তাল মিলিয়ে সিভিক ভলান্টিয়াররা তাদের কাজ নিখুঁতভাবে করে যাচ্ছে। তাদের নিয়োগের পরপরই তাদের মাইনে বৃদ্ধি নিয়ে নানা বিতর্কের সৃষ্টি হয়েছে। গত বছরেই রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য পুলিশের অধীনে কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের বেতন বাড়ানোর জন্য ১৮০ কোটি টাকার বাজেট পেশ করেছিলেন। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বাজেট এবার কার্যকর করলেন। সোমবার নবান্ন থেকে বেতন বৃদ্ধির বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে।
মাসে কত টাকা বেতন বাড়ানো হলো?
রাজ্য পুলিশের অধীনে কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের বেতন বাড়ানো নিয়ে নানা বিতর্কের সৃষ্টি হয়েছে। সেই সব বিতর্কের অবশেষে বাড়ানো হলো সিভিক ভলেন্টিয়ারদের বেতন। নবান্ন থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ভলেন্টিয়ারদের দৈনিক ৩৪ টাকা করে বেতন বাড়ানো হবে। হিসাব করে দেখলে বোঝা যাবে ভলেন্টিয়াররা আগে যা বেতন পেতো তার থেকে এবার মাসে ১০০০ টাকা বেশি বেতন পাবে। সিভিক ভলান্টিয়াররা এতদিন দিনে ৩৪৪ টাকা করে পেতাম কিন্তু এখন থেকে তারা দৈনিক ৩৭৮ টাকা পাবে। বেতনের সাথে সাথে বাড়ানো হলো বোনাস ও। এটি সিভিক ভলেন্টিয়ার অর্থাৎ ভিলেজ পুলিশদের কাছে সত্যিই একটি খুশির খবর।
সিভিক ভলেন্টিয়াররা এবার থেকে কত টাকা বোনাস পাবে?
ভলেন্টিয়ারদের বেতনে পাশাপাশি বৃদ্ধি করা হলো বোনাসও। এতদিন ভলেন্টিয়ার দুর্গাপূজার সময় ২০০০ টাকা করে বোনাস পেতেন কিন্তু এখন বাড়িয়ে সেটি ৫৩০০ টাকা করা হয়। সুতরাং চলতি বছরের দুর্গাপূজার সময় ভলান্টিয়াররা ৫৩০০ টাকা করে বোনাস পাবেন।