পিএম কিষান আবেদন কিভাবে করবেন? | PM Kisan Scheme West Bengal
কেন্দ্রীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ যোজনা হল পি এম কিষান। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বছর তিনটি কিস্তিতে মোট ৬ হাজার টাকা কৃষকেরা পেয়ে থাকে। পশ্চিমবঙ্গের অসংখ্য কৃষক এই পিএম কিষানের সুবিধা পেয়ে থাকে।
আজকে আমরা এই প্রথমে প্রতিবেদন মাধ্যমে জানাব যারা এখনো পিএম কিষানের আবেদন করেনি তারা কিভাবে করবেন? আবেদন করার পর কাগজগুলি কোথায় জমা করবেন? এবং আবেদন করতে কি কি ডকুমেন্টের প্রয়োজন রয়েছে। চলুন তাহলে জানা যাক পিএম কিষান সম্পর্কিত বিভিন্ন তথ্য।
PM Kisan Overview : পিএম কিষান পশ্চিমবঙ্গ 2024
প্রকল্পের নাম | পিএম কিষান যোজনা |
রাজ্য | পশ্চিমবঙ্গ ও ভারতবর্ষ |
আবেদন পদ্ধতি | আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে |
কারা আবেদন করতে পারবেন | যেকোনো কৃষকের ন্যূনতম একটি জমির খতিয়ান রয়েছে তারা আবেদন করতে পারবেন |
আবেদনের শেষ তারিখ | আবেদন চলছে শেষ তারিখ এখন অব্দি দেওয়া হয়নি |
টাকার পরিমান | মোট তিনটি কিস্তিতে বাৎসরিক ছয় হাজার টাকা |
প্রতি কিস্তি টাকার পরিমাণ | 2000 টাকা করে |
ওয়েবসাইট | Pmkishan.gov.in |
পিএম কিষান আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে?
- আবেদনকারীর আধার কার্ড
- আবেদনকারীর ভোটার কার্ড
- আবেদনকারীর ডিজিটাল রেশন কার্ড
- জমিন খতিয়ান
- আবেদনকারীর নিজ ব্যাংক একাউন্ট
- আবেদনকারীর মোবাইল নাম্বার
ইত্যাদি ইত্যাদি ডকুমেন্ট দ্বারা অনলাইনে পিএম কিষান আবেদন করতে হবে।
পিএম কিষান কিভাবে আবেদন করবেন?
যারা নতুন করে পিএম কিষান আবেদন করতে চান বা যারা আগে আবেদন করেছেন কিন্তু আপনার পিএম কিষান হয়নি তারা কিভাবে আবেদন করবেন তা নিচে বলে দেওয়া হলো।
- প্রথমে আপনাকে পিএম কিষানের আবেদন করার জন্য আপনার নিকটবর্তী যে কোন সিএসসি (CSC) কম্পিউটার সেন্টারে চলে যান।
- ওখানে যাওয়ার পর আপনার পিএম কিষান এর আবেদনটি সম্পূর্ণ করুন।
- উনারা আপনার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পি এম কিষানের সম্পূর্ণ আবেদনটি করে দেবেন।
- অনলাইন আবেদন সম্পূর্ণ হলে ওখান থেকে একটি প্রিন্ট রিসিভ কপি দেওয়া হবে।
- অনলাইন সিএসসি সেন্টারে কাজ আপনার শেষ এখন এই ফর্মটি জমা করতে হবে।
পিএম কিষানের আবেদন ফর্ম জমা কোথায় ও কি কি নথি দিবেন?
অনলাইনে পিএন কিষানের আবেদন সম্পন্ন হওয়ার পর আপনাকে কিছু ডকুমেন্টসহ এই আবেদন পত্রটি জমা করতে হবে। পিএম কিষানের আবেদন ফর্ম আপনার ব্লকের কৃষি দপ্তর অফিসে জমা করতে হবে অর্থাৎ যেখানে কৃষি অফিস রয়েছে সেখানে এই ফর্মটি জমা নেওয়া হয়।
পিএম কিষান ফর্ম জমা করতে যা যা নথি প্রয়োজন-
- স্ব-ঘোষণা পত্র (Shelf – Declaration )
- জমির খতিয়ান জেরক্স
- আধার কার্ড জেরক্স
- ভোটার কার্ড জেরক্স
- ডিজিটাল রেশন কার্ড জেরক্স
বিঃ দ্রঃ : প্রতিটি জেরসে নিজের স্বাক্ষর দিয়ে জমা করবেন।
–