লক্ষীর ভান্ডার মোবাইল নাম্বার দিয়ে চেক : Laxmi Bhandar Status Check phone Number

52 / 100

 লক্ষীর ভান্ডার মোবাইল নম্বর দিয়ে চেক: আপনারা যদি পশ্চিমবঙ্গ সরকারের ‘লক্ষীর ভান্ডার’ প্রকল্পে আবেদন করে থাকেন এবং এই প্রকল্পে মাসে ১০০০ এবং ১২০০ টাকা করে পেয়ে থাকেন তাহল নিজেই চেক করে নিতে পারেন আপনার এই টাকা কবে ঢুকবে। খুব সহজেই নিজের মোবাইল নাম্বার দিয়ে চেক করে নিতে পারেন Laxmi Bhandar Status Check phone Number। এছাড়াও বাড়িতে বসে Apps(অ্যাপস) মধ্যমে দেখে নিতে পারেন আপনার এই প্রকল্পের টাকা কবে ঢুকবে।

মোবাইল নাম্বার দিয়ে কিভাবে লক্ষীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করবেন? অ্যাপস এর মাধ্যমে কিভাবে চেক করবেন? SMS এর মাধ্যমে কীভাবে লক্ষীর ভান্ডারের প্রকল্পের স্ট্যাটাস চেক করা যায়? এছাড়াও অন্যান্য পদ্ধতিতে কিভাবে লক্ষীর ভান্ডার প্রকল্পপের স্ট্যাটাস চেক করা যায় সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আজকের এই প্রতিবেদনে আমরা তুলে ধরব। 

মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সাধারণ শ্রেণি মহিলাদের আর্থিক সাহায্য করার জন্য লক্ষীর ভান্ডার প্রকল্পটি চালু করেন। এই প্রকল্পে তপশীল জাতি ও তপশীল উপজাতি মহিলাদের মাসের 1200 টাকা এবং সাধারণ শ্রেণি মহিলাদের মাসে 1000 টাকা করে সুবিধা দেওয়া হয়। ২৫ থেকে শুরু করে ৬০ বছরের বয়সী সকল মহিলারাই লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন।

লক্ষীর ভান্ডার মোবাইল নম্বর দিয়ে চেক : Laxmi Bhandar Status Check phone Number

অনলাইনে মোবাইল নাম্বার দিয়ে কিভাবে লক্ষীর ভান্ডার প্রকল্প স্ট্যাটাস চেক করবেন তা দেখে নিন 

  •  প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের লক্ষীর ভান্ডারের এই অফিসিয়াল ওয়েবসাইটতে আসতে হবে https://socialsecurity.wb.gov.in/track-applicant
  •  এরপর আপনার সামনে Track Application &View Payment Status লেখা একটি পেজ আসবে।
  •  সেই পেজটিতে আপনার মোবাইল নাম্বার / অ্যাপ্লিকেশন আইডি / আধার কার্ড / স্বাস্থ্য সাথী কার্ড যেকোনো একটি দিতে হবে।
  • এরপর captcha cord টি দিতে হবে।
  •  এরপর serch অপশনে ক্লিক করলেই আপনি আপনার লক্ষী ভান্ডারের পেমেন্টের সমস্ত তথ্য দেখতে পারবেন।

এপ্লিকেশন আইডি / আধার কার্ড / স্বাস্থ্য সাথী কার্ড দিয়ে স্ট্যাটাস চেক :

  •  স্ট্যাটাস দেখার জন্য প্রথমে আপনাকে পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল https://socialsecurity.wb.gov.in/track-applicant ওয়েবসাইটে ক্লিক করতে হবে।
  •  এরপর যে পেজটি আসবে সেখানে আপনার application ID / Aadhar card/ Swasthya Sathi card নাম্বার দিতে হবে।
  •  এরপর ক্যাপচা কোর্ড দিতে হবে।
  •  এরপর সার্চ বাটনে ক্লিক করলেই লক্ষী ভান্ডার প্রকল্পের পেমেন্টের সমস্ত তথ্য দেখতে পারবেন।

 এভাবে সার্চ করে পেমেন্ট স্ট্যাটাসের পাশাপাশি আপনার লক্ষীর ভান্ডারের বেনিফিসারি নাম্বার ও এপ্লিকেশন আইডি নাম্বারটিও দেখে নিতে পারেন।

 Banking App মাধ্যমে লক্ষীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক :

 ব্যাংকিং অ্যাপ এর মাধ্যমে পেমেন্ট স্ট্যাটাস চেক করার জন্য প্রথমে আপনাকে আপনার যে ব্যাংকে একাউন্ট রয়েছে সেই ব্যাংকের মোবাইল banking অ্যাপসটি ডাউনলোড করে নিন।

Apps ডউনলোড হলে সেটি অপেন করুন এবং লগইন করুন।

Login হলে এরপর account balance অপশনটিতে ক্লিক করুন।

 ক্লিক করার পর আপনার ব্যাংকের পেমেন্টের সমস্ত তথ্য দেখতে পারবেন।

SMS এর মাধ্যমে লক্ষীর ভান্ডার স্ট্যাটাস চেক

 এসএমএস এর মাধ্যমে ব্যাংকের ব্যালেন্স চেক করার জন্য আপনার যে মোবাইল নাম্বারের সাথে ব্যাংকের অ্যাকাউন্টের লিংক রয়েছে সেই নাম্বার থেকে ব্যাংকে একটি কোড পাঠাতে হবে। 

‘BAL’ টাইপ করে আপনার মোবাইল নাম্বার থেকে আপনার ব্যাংকের নির্দিষ্ট নাম্বারে এসএমএস পাঠান।

 এসএমএসটি পাঠানোর পরেই আপনার মোবাইল ফোনে আপনার ব্যাংকে কত টাকা রয়েছে তা এসএমএসের মাধ্যমে জানানো হবে।

 উপরের এই পদ্ধতি গুলো অনুসরণ করে আপনি বাড়িতে বসে খুব সহজেই আপনার নিজের মোবাইল ফোন দিয়েই লক্ষীর ভান্ডার প্রকল্পের পেমেন্টের সমস্ত তথ্য দেখতে পারবেন।

3 thoughts on “লক্ষীর ভান্ডার মোবাইল নাম্বার দিয়ে চেক : Laxmi Bhandar Status Check phone Number”

  1. আমি লক্ষী ভান্ডার প্রথম থেকে পাচ্ছি কিন্তু April, 2024 Rs.1000 পাবার পর বন্ধ হয়ে গেলো আর পাচ্ছিনা কারন জানিনা।

    দয়াকরে চালুহলে বাধিত থাকিব।

    সরস্বতী চক্রবর্তী
    Application ID no.300278956
    Beneficiary No.300278956

    Reply
  2. গত 1/2 বছর থেকে আমার বৌ লক্ষ্মীর ভান্ডার এর টাকা পাচ্ছে , কিন্তু সামনে গত লোকসভা ভোটর্সময় থেকে may , june মাসের টাকা ac এ ঢোকেনি। ই মাসের তা শুধু আজকে ঢুকলো.. 2 মাসের পেলাম না। একটু দেখে বলুন কানো পেলোনা।
    PURABI DAS
    আধার NUMBER :- 936758347200

    Reply
  3. আমার মায়ের লক্ষ্মী ভান্ডারের টাকা প্রথম থেকেই ব্যাংকে ঢুকছিল।কিন্তু গত ফ্রেব্রেরী মাস থেকে আর ঢুকছে না।এর কারণ এবং কি করণীয় জানালে উপকৃত হব।

    Reply

Leave a Comment