Lakshmir Bhandar status check problem solved: লক্ষ্মীর ভান্ডারের সুবিধাভোগীদের জন্য সুখবর। এখন থেকে চেক করতে পারবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস।
বিগত কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গ সরকারের লক্ষীর ভান্ডার প্রকল্পের অফিসিয়াল পোর্টালে দেখা দিয়েছিল এক সমস্যা। অনেক চেষ্টার পরও চেক করা যাচ্ছিল না লক্ষীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস। সঠিকভাবে স্ট্যাটাস চেক করলেও বারবার No Data Found দেখাচ্ছিল।
পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভান্ডারের অফিশিয়াল ওয়েবসাইটে সার্ভারে সমস্যার জন্য মূলত এই সমস্যাটি হচ্ছিল। যার কারণে সাধারণ মানুষদের অনেক সমস্যার মধ্যে পড়তে হয়েছে।
দীর্ঘদিন যাবৎ পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভান্ডারের অফিসিয়াল ওয়েবসাইটটি কোন রকম আপডেট করা হয়নি। এই কয়েকদিন ধরে মূলত অফিসিয়াল ওয়েবসাইটটি নতুন করে আপডেট করার কাজই চলছিল। যার কারণে ওয়েবসাইটিতে দেখা দিয়েছিলো সার্ভারের সমস্যা। সার্ভারে সমস্যার জন্যই সাধারণ মানুষেরা প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারছিলেন না।
লক্ষ্মীর ভান্ডারের অফিশিয়াল ওয়েবসাটটি আপডেটের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। ওয়েবসাইটটি আপডেটের ফলে স্ট্যাটাস চেক করার ক্ষেত্রে একটু পরিবর্তন হয়েছে। কিভাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করবেন তা দেখে নিন –
lakshmi bhandar status check 2024
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক 2024? Lakshmir Bhandar Status check problem solved
- লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস চেক করার জন্য সর্বপ্রথম আপনাকে পশ্চিমবঙ্গ সরকারের এই অফিসিয়াল ওয়েবসাইটে https://socialsecurity.wb.gov.in/track-applicant আসতে হবে।
- অফিশিয়াল ওয়েবসাইটটি ওপেন করার পর এখানে Track application status অপশনটিতে ক্লিক করতে হবে।
- এরপর Search Using অপশনটিতে ক্লিক করতে হবে।
- এরপর অ্যাপ্লিকেশন আইডি,স্বাস্থ্য সাথী কার্ড নাম্বার, আধার নাম্বার,মোবাইল নাম্বারের মধ্যে যেকোনো একটি সিলেক্ট করে নিতে হবে।
- এরপর আপনার সিলেক্ট করা আইডি নাম্বার ও ক্যাপচা কোর্ড দিয়ে সার্চ করলেই লক্ষ্মী ভান্ডারের প্রকল্পের স্ট্যাটাস দেখতে পারবেন।
*** নিচের দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করে নিতে পারেন:
Lakshmi Bhandar 2024: পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মহিলাদের স্বাবলম্বী করে তোলার উদ্দেশ্যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পটি চালু করেন। এই প্রকল্পে তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের মাসে ১২০০ টাকা এবং অন্যান্য শ্রেণীর মহিলাদের মাসে ১০০০ টাকা করে দেয়া হয়। সমাজের মধ্যে মহিলারা যেন নিজেদের একটা পরিচয় গড়ে তুলতে পারে এই উদ্দেশ্যে নিয়ে লক্ষী ভাড়ার প্রকল্পটি চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
২৫ থেকে শুরু করে ৬০ বছর পর্যন্ত সকল মহিলারাই লক্ষীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য। শুধুমাত্র সরকারি চাকরিজীবী মহিলারা এই প্রকল্পকে আবেদন করতে পারবেন না। আপনার এলাকার দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে এই প্রকল্পে আবেদন করে নিন।
দুয়ারে সরকারে ক্যাম্প কবে বসবে?
পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মানুষের সুবিধার্থে চালু করেছেন দুয়ারে সরকারে ক্যাম্প। দুয়ারে সরকারে ক্যাম্পে সরকারের বিভিন্ন প্রকল্পে আবেদন করা হয়। দুয়ারে সরকার ক্যাম্পের ফলে সাধারণ মানুষের অর্থ ও সময় দুটিরই সাশ্রয় ঘটে। বিগত দুয়ারে সরকার ক্যাম্পে প্রায় 70% আবেদন করা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে।
জানা যাচ্ছে যে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আবারও বসতে পারে দুয়ারে সরকার ক্যাম্প। আপনারা যারা এখনো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেননি তারা এবারে দুয়ারে সরকারে গিয়ে আবেদন করে নেবেন।
Amar February theke lakhi bhandaar ase che na… Te hole ke korbo? Abar apply korte hobe? Plz aktu bolben?