আগস্ট মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকা কবে ঢুকবে? জেনে নিন তারিখ। Lakshmir Bhandar August Month Payment Date 2024

82 / 100

Lakshmir Bhandar August Month Payment Date 2024: মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের আর্থিক সাহায্য করার জন্য যেসব প্রকল্প চালু করেছেন তার মধ্যে অন্যতম জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এই প্রকল্পে তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের মাসে ১২০০ টাকা এবং ওবিসি ও অন্যান্য শ্রেণীর মহিলাদের মাসে ১০০০ টাকা করে দেওয়া হয়।

২৫ থেকে ৬০ বছরের সকল মহিলারাই এই প্রকল্পে আবেদনের যোগ্য।

প্রত্যেক মাসের প্রথম সপ্তাহেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সরাসরি মহিলাদের ব্যাংক একাউন্টে ঢুকে যায়।

আগের মাসেও ১০ তারিখের মধ্যেই লক্ষ্মীর ভান্ডারের সমস্ত টাকা দেওয়া হয়েছিল। 

এবারে অগাস্ট মাসেও ১০ তারিখের মধ্যেই প্রকল্পের টাকা ঢুকবে সকলের ।

আগস্ট মাসের লক্ষীর ভাণ্ডারের টাকা কবে ঢুকবে? লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকলো কি না তা কিভাবে বুঝবেন? কীভাবে লক্ষীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করবেন? লক্ষ্মীর ভান্ডার পেমেন্ট স্ট্যাটাসে কি রয়েছে তা কিভাবে বুঝবেন? আজকের এই প্রতিবেদনটিতে এসব তথ্য বিস্তারিতভাবে তুলে ধরবো।

প্রকল্প লক্ষ্মীর ভান্ডার টাকা
অগাস্ট মাসের টাকা দেওয়ার তারিখ ০১ থেকে ১০ তারিখের মধ্যে, ( 01 থেকে 10 August 2024)
টাকার পরিমান ১২০০ ও ১০০০ টাকা
স্ট্যাটাস চেক Laxmi Bhandar status check

টাকার পরিমান : Lakshmir Bhandar August Month Payment Date 2024

  • তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের (SC/ST) – মাসে 1200 টাকা 
  • অন্যান্য শ্রেণীর(OBC/General) – মাসে 1000 টাকা 
Lakshmir Bhandar August Month Payment Date 2024
Lakshmir Bhandar August Month Payment Date 2024

আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা কবে ঢুকবে? Lakshmir Bhandar August Month Payment Date 2024

 পশ্চিমবঙ্গ সরকারের অন্যান্য জনপ্রিয় প্রকল্প গুলির মধ্যে একটি হল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এই প্রকল্পের টাকা সাধারণত প্রত্যেক মাসের শুরুর দিকেই মহিলাদের একাউন্টে দিয়ে দেওয়া হয়। গত জুলাই মাসেও প্রথম সপ্তাহ থেকে লক্ষীর ভান্ডারের টাকা দেওয়া শুরু হয়েছিল। তাই এই মাসেও বলা যেতেই পারে আগস্ট মাসের ১০ তারিখের মধ্যেই লক্ষীর ভান্ডার সমস্ত টাকা একাউন্টে ঢুকে যাবে। 

লক্ষীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করার পদ্ধতি :

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকলো কিনা বা কবে প্রকল্পের টাকা ঢুকবে তা স্ট্যাটাস চেক করে দেখে নিন। 

  •  প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য সর্বপ্রথম আপনাকে পশ্চিমবঙ্গ সরকারের লক্ষীর ভান্ডার প্রকল্পের এই https://socialsecurity.wb.gov.in/loginঅফিসিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে।
  •  এরপর Track Application Status অপশনে ক্লিক করুন।
  •  ক্লিক করার পর যে পেজটি খুলবে সেখানে Search Using এর জায়গায় Mobile Number card/Swasthya Sathi card/Application ID যেকোনো একটি দিন।
  •  এরপর Captcha cord কোর্ডটি সঠিক ভাবে বসাতে হবে।
  •  এরপর Serch অপশনে ক্লিক করলেই আপনি লক্ষীর ভান্ডার প্রকল্পের পেমেন্টের সমস্ত তথ্য দেখে নিতে পারবেন।

নিচের দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করে নিন 

লিংক : https://socialsecurity.wb.gov.in/track-applicant

Leave a Comment