Duyare Sarkar Camp 2024: কবে শুরু ‘দুয়ারে সরকার ক্যাম্প’ কোন কোন প্রকল্পের আবেদন করতে পারবেন জানুন ?

81 / 100

Duyare Sarkar Camp 2024: রাজ্যে আবারো বসতে চলছে দুয়ারে সরকার ক্যাম্প (Duyare Sarkar Camp)। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মানুষদের সুবিদার্থে চালু করছে দুয়ারে সরকার ক্যাম্প। দুয়ারে সরকার ক্যাম্পে সরকারের বিভিন্ন জনপ্রিয়মুলক প্রকল্প গুলিতে আবেদন করা যায়। দুয়ারে সরকার ক্যাম্প গুলি প্রত্যেকের পাড়ায় পাড়ায় হওয়ার কারণে সাধারণ মানুষেরা খুব সহজেই নিজেদের সমস্যা ক্যাম্পে গিয়ে জানাতে পারে। মাত্র কয়েকবছরের মধ্যে দুয়ারে সরকার ক্যাম্প সাধারণ মানুষদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে।

রাজ্যে আবারো বসবে দুয়ারে সরকার ক্যাম্প। কবে থেকে ক্যাম্প বসবে এবং এইবারের দুয়ারে সরকার ক্যাম্পে কি কি বিশেষ পরিষেবা মিলবে, দুয়ারে সরকারের ক্যাম্পে প্রকল্পগুলিতে আবেদনের জন্য কি কি ডকুমেন্টস দরকার পরবে,এইসব বিষয় আজকের এই প্রতিবেদনে তুলে ধরা হলো।

Duyare Sarkar Camp 2024: রাজ্যে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প , এবারের দুয়ারে সরকার ক্যাম্প কবে থেকে শুরু হবে?

খুব সম্ভবত জুলাই মাসের চতুর্থ কিংবা অগাস্ট প্রথম সপ্তাহেই বসতে পারে ক্যাম্প। দুয়ারে সরকার কবে বসবে এই নিয়ে কোনো সরকারি বিজ্ঞপ্তি এখনো প্রকাশিত হয়নি। জানা যাচ্ছে যে খুব শীঘ্রই ক্যাম্প কবে বসবে এই বিষয়ে নোটিশ জানানো হবে। Duyare Sarkar Camp 2024।

এইবারের দুয়ারে সরকার ক্যাম্পে কি কি বিশেষ পরিষেবা মিলবে? কোন প্রকল্পের আবেদন করা যাবে দুয়ারে সরকারে?

পশ্চিমবঙ্গ সরকারের বিভন্ন জনকল্যাণ মুলক প্রকল্প গুলিতে আবেদন করার সুবিধা পাওয়া যাবে এইবারের দুয়ারে সরকার ক্যাম্পে।

  • লক্ষ্মীর ভান্ডার প্রকল্প
  • কন্যাশ্রী প্রকল্প
  • রূপশ্রী প্রকল্প
  • কৃষক বন্ধু
  • ঐক্যশ্রী প্রকল্প
  • বিধবা ও বার্ধক্য ভাতা আবেদন
  • খাদ্য সাথী
  • স্বাস্থ্য সাথী
  • কাস্ট সার্টিফিকেট আবেদন
  • স্টুডেন্ট ক্রেডিট কার্ড
  • মৎস্যজীবী ক্রেডিট কার্ড
  • শিক্ষাশ্রী

ইত্যাদি প্রকল্পের পরিষেবা মিলবে এবারের দুয়ারে সরকারের শিবিরে।

সবমিলিয়ে প্রায় ৩৬ টি প্রকল্পের পরিষেবা মিলবে এবারের দুয়ারে সরকার ক্যাম্পে। এসব প্রকল্পের সুবিধা ছাড়াও আপনার কাগজপত্র (যেমন -রেশন কার্ড)সংশোধনও করতে পারবেন। ব্যাংকের, জমি সংক্রান্ত বিভিন্ন কাজও করা যাবে দুয়ারে সরকার শিবিরে।

তবে দুয়ারে সরকার সবথেকে বেশি জনপ্রিয় হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনের জন্য। এর আগে দুয়ারে সরকারে ক্যাম্পে লক্ষীর ভান্ডার প্রকল্পে প্রায় 70% আবেদন গৃহীত হয়েছিল। আপনারা এখনো যারা লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদন করেননি তারা অবশ্যই এবারে দুয়ারে সরকারে ক্যাম্পে আবেদন করে নিতে পারেন।

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন ২০২৪

প্রয়োজনীয় ডকুমেন্টস : 

 দুয়ারে সরকারের অধীনস্ত বিভিন্ন সরকারি প্রকল্প গুলিতে আবেদনের জন্য যে সব ডকুমেন্টস এর দরকার হবে তা দেখে নিন 

  • আধার কার্ড /ভোটার কার্ড 
  • কাস্ট(SC/OBC) সার্টিফিকেট 
  • ব্যাংকের বই 
  • ইনকাম সার্টিফিকেট।
  • স্বাস্থসাথী কার্ড 
  • মোবাইল নম্বর 
  • পাসপোর্ট সাইজের ছবি 
  • প্যান কার্ড (যদি থাকে)।

 পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প গুলিতে আবেদনের জন্য এই ডকুমেন্টস গুলো নিয়ে যেতে হবে দুয়ারে সরকার ক্যাম্পে।

আপনার পাড়ায় কবে কোথায় ক্যাম্প বসবে তা দেখে নিন –

  •  আপনার পাড়ার ক্যাম্প কবে বসবে তার দেখার জন্য সর্বপ্রথম আপনাকে https://ds.wb.gov.in/ এই ওয়েবসাইটে আসতে হবে।
  • তারপর Find your Camp অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর আপনার জেলা /ব্লক/ গ্রাম পঞ্চায়েত / ওয়ার্ড নির্বাচন করে নিতে হবে।
  • নির্বাচন করার পরই আপনার এলাকায় কোথায় কোথায় ক্যাম্প বসবে তা দেখে নিতে পারবেন।

 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২০ সালের ১লা ডিসেম্বর প্রথম দুয়ারে সরকার ক্যাম্প শুরু করেছিলেন। সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প গুলি সাধারণ মানুষের দোরগড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই ক্যাম্প করেন। পাড়ায় পাড়ায় শিবির হওয়ার কারণে সাধারণ মানুষের অর্থ ও সময় দুটোরি সাশ্রয় ঘটে। বর্তমানে সাধারণ মানুষের কাছে দুয়ারে সরকার ক্যাম্প ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে।

Leave a Comment