Coochbehar ISDS Anganwadi Recruitment 2024: কোচবিহার জেলায় বিপুল শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের শেষ তারিখ ?

72 / 100

Coochbehar ISDS Anganwadi Recruitment 2024: কোচবিহার জেলার মহিলাদের জন্য সুখবর। কোচবিহার জেলার বিভিন্ন ব্লকে ব্লকে নিয়োগ করা হবে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা।     

সম্প্রীতি কোচবিহার জেলাOffice Of The Child Development Project Officer পক্ষ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। উচ্চ মাধ্যমিক পাশ সকল মহিলারা অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পারের জন্য আবেদন করতে পারবে। ইতিমধ্যে শুরু হয়েছে আবেদন পক্রিয়া চলবে 5/08/2024 পযন্ত।

Coochbehar ISDS Anganwadi Recruitment 2024 : কোচবিহার জেলায় বিপুল শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ

 আজকের এই প্রতিবেদনে কোচবিহার অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ ২০২৪ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতি, যোগ্যতা, প্রয়োজনীয় ডকুমেন্টস, কোচবিহারের  কোন কোন ব্লকে কর্মী নিয়োগ করা হবে, মোট কতগুলো শূন্য পদ রয়েছে,ISDS Anganwadi Recruitment 2024 বিস্তারিতভাবে তুলে ধরব।

জেলার নাম কোচবিহার 
পদের নাম অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পার নিয়োগ 
আবেদন শুরুর তারিখ 11/07/2024
আবেদনের শেষ তারিখ 05/08/2024
অ্যাডমিট দেওয়া হবে 14/08/2024 থেকে 23/08/2024 
লিখিত পরীক্ষার তারিখ07/09/2024

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification):

হেল্পার পদের জন্য মাধ্যমিক পাশ 
অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য উচ্চ মাধ্যমিক পাশ 
  • এছাড়াও আবেদনকারীকে অবশ্যই পচিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপালিটি এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • শুধুমাত্র মহিলারাই আবেদনের যোগ্য।

বয়সসীমা (Age Limit ):

০১-০১-২০২৪ হিসাবে আবেদনকারীর বয়স ১৮-৩৫ বছরের মধ্যে হতে হবে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারীর জন্মসাল  ০১/০১/১৯৮৯ থেকে ০১/০২/২০০৬ সালের মধ্যে হতে হবে, তবেই প্রার্থী আবেদনের যোগ্য হবে। আবেদন পত্রের সাথে অবশ্যই বয়সের প্রমানপত্র জমা করতে হবে।

বেতন (Salary):

পদের নাম মাসিক বেতন 
অঙ্গনওয়াড়ি কর্মী ৮,২৫০/ টাকা 
সহায়িকা ৬,৩০০/ টাকা 

** (অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসে কত টাকা করে বেতন দেওয়া হবে তা বিজ্ঞপ্তিতে বলা হয়নি )

অঙ্গনওয়াড়ি ও সহায়িকা পদে আবেদন পদ্ধতি(Cooch Behar ISDS Recruitment 2024-Application process):

নিচের দেওয়া স্টেপ গুলি ফলো করে আপনি খুব সহজেই অনলাইনে অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পার পদের জন্য আবেদন করতে পারবেন।

  •  আবেদনকারীকে প্রথমে কোচবিহারে এই http://coochbeharwb.in/ অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
  • এরপর হোমপেজ নিদিষ্ট ব্লক ভিত্তিক Notice ও Application Link দেখতে পারবেন।
  • তারপর সেই লিংকে ক্লিক করে এপ্লিকেশন ফর্মটি ফিলাপ করতে হবে এবং যাবতীয় ডকুমেন্টস আপলোড করতে হবে।
  •  অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট করে নিতে হবে তারপর আবেদনকারীর যাবতীয় ডকুমেন্টস সহ এপ্লিকেশন ফর্মটি ICDS অফিসে জমা করতে হবে ০৫/০৮/২০২৪ তারিখের মধ্যে।

**নিচের দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের আবেদনের ফর্মটি ডাউনলোড করে নিন 

প্রয়োজনীয় ডকুমেন্ট (Important Documents ):

  1. ভোটার কার্ড /আধার কার্ড /প্যান কার্ড /অ্যাডমিট কার্ড
  2. মাধ্যমিক অ্যাডমিট কার্ড 
  3. উচ্চ মাধ্যমিকের মার্কশীট।
  4. কাস্ট সার্টিফিকেট।
  5. আবেদনকারীর signature।
  6. পাসপোর্ট সাইজের ছবি।

নির্বাচন প্রক্রিয়া :

আবেদনকারীকে প্রথমে  লিখিত পরীক্ষা(written exam) দিতে হবে এবং এই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তাদেরকে ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করানো হবে। কোচবিহার জেলার কোন কোন ব্লকে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ হবে তা দেখে নিন

ব্লকের নাম অফিসিয়াল বিজ্ঞপ্তি 
দিনহাটা-II (Main)Download 
দিনহাটা-II (Additional)Download 
মাথাভাঙ্গা (Main)Download 
মাথাভাঙ্গা (Additional)Download 
মাথাভাঙ্গা (Main)Download
মাথাভাঙ্গা (Additional)Dwonload 
শীতলকুচি Dwonload 

পরীক্ষার পূর্ণমান:

  • মোট নম্বর : ১০০ নম্বর
  • লিখিত পরীক্ষা(written exam): ৯০ নম্বর 
  • ইন্টারভিউ (viva voce test): ১০ নম্বর 

সিলবাস(Syllabus):

*বাংলা (রচনা)- ১৫ নাম্বার

*অঙ্ক (পাটিগণিত)- ২০নম্বর

*পুষ্টি, জনস্বাস্থ্য ও নারীর সামাজিক অবস্থান- ১৫ নম্বর

*ইংরেজি(গ্রামার)- ২০ নাম্বার

*General Knowledge – ২০ নাম্বার 

মোট শূন্যপদ :

কোচবিহার জেলায় বিভিন্ন ব্লকে কতজন অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পার নিয়োগ হবে তা দেখে নিন 

ব্লক                    শূন্যপদ 

দিনহাটা-II (Main)            ২০ টি শূন্যপদ 

দিনহাটা-II (Additional)     ২৫ টি শূন্যপদ 

মাথাভাঙ্গা (Main)              ১৯ টি শূন্যপদ 

মাথাভাঙ্গা (Additional)      ১৯ টি শূন্যপদ 

মাথাভাঙ্গা (Main)               ৪৪ টি শূন্যপদ 

মাথাভাঙ্গা (Additional)        ৪৭ টি শূন্যপদ 

শীতলকুচি                           ৮৪ টি শূন্যপদ 

 অঙ্গনওয়ারী কর্মী ও হেল্পার পদে আবেদনের ইচ্ছুক মহিলারা 5/08/2024 তারিখের মধ্যেই আবেদন পত্র জমা করবেন। এরপর কোনো আবেদন পত্র জমা নেওয়া হবে না। আবেদন করার পর নিজ এলাকার ICDS Office এ প্রয়োজনীয় ডকোমেন্টস সহ জামা করতে হবে।

আমাদের হোয়াটস্যাপ গ্রূপে জয়েন্ট হয়ে যান সমস্ত আপডেট পেতে –

Leave a Comment