Laxmi Bhandar Status Data Not Found Problem : লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চেক করতে পারছেন না? লক্ষ্মীর স্ট্যাটাস চেক করার সময় Not Data Found দেখাচ্ছে, এই স্টেটাস এর সমস্যা অনেকেরই দেখাচ্ছে তাহলে এই মাসের লক্ষ্মীর ভান্ডার টাকা কবে ঢুকবে? এবং কিভাবে স্টেটাস চেক করা যাবে লক্ষ্মীর ভান্ডার স্টেটাস। এই সমস্ত বিষয় আজকের প্রতিবেদনে তুলে ধরা হলো।
পশ্চিমবঙ্গ সরকার সাধারণ মানুষের সুবিধার্থে অনেক প্রকল্প চালু করেছেন। এরকম একটি প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের স্বাবলম্বী করার জন্য লক্ষ্মী ভান্ডার প্রকল্পটি চালু করেন। এই প্রকল্পে তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের(SC/ST) মাসে ১২০০ টাকা এবং অন্যান্য(OBC/General)শ্রেণীর মহিলাদের মাসে ১০০০ টাকা করে ভাতা দেওয়া হয়। ২৫ বছর থেকে শুরু করে ৬০ বছর বয়স পর্যন্ত সকল মহিলাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য। প্রতিমাসে এই টাকার স্টেটাস অনলাইনে ওয়েবসাইটে চেক করা যায় কিন্তু এখন একটি সমস্যা লক্ষ্মীর ভান্ডার স্টেটাস চেক করার সময় ডাটা নট ফাউন্ড (Data Not Found ) দেখাচ্ছে,এর কারণ কি? তা জানতেই আজকের এই প্রতিবেদন।
লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চেক করার সময় Data Not Found দেখাচ্ছে ? Laxmi Bhandar Status Data Not Found Problem
আপনি কি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারছেন না। Mobile Number ও captcha কোর্ড সঠিক ভাবে দেওয়ার পরও স্ট্যাটাস Not Data Found দেখাচ্ছে।
তাহলে জেনে নিন কেন এই সমস্যাটি হচ্ছে।
কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভান্ডারের অফিসিয়াল ওয়েবসাইটে দেখা দিয়েছে এক সমস্যা। বারবার করে চেষ্টা করেও দেখা যাচ্ছে না লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস। মোবাইল নম্বর/আধারকার্ড নাম্বর / স্বাস্থ্যসাথী নাম্বর দিয়েও চেক করা যাচ্ছে না প্রকল্পের স্ট্যাটাস। স্ট্যাটাস চেক করতে গেলেই বারবার No Data Found দেখাচ্ছে।
আসলে পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভান্ডারের অফিসিয়াল পোর্টালে দেখা দিয়েছে server এর সমস্যা। এই সমস্যার কারণেই স্ট্যাটাস চেক করতে গেলে not data found দেখাচ্ছে। Server এর সমস্যা জন্য বহু মানুষ প্রকল্পে স্ট্যাটাস চেক করতে পারছেন না। উপভোক্তার লক্ষ্মীর ভান্ডারের ডেটা শো হচ্ছে না।
লক্ষ্মীর ভান্ডারের অফিসিয়াল ওয়েবসাইটটি খুব শীঘ্রই নতুন করে আপডেট করা হবে। এই কারণে অফিসিয়াল ওয়েবসাইটে কাজ চলছে । যার ফলে লক্ষীর ভান্ডার উপভোক্তাকারীরা স্ট্যাটাস চেক করতে পারছেন না । তবে আশা করা যায খুব শীঘ্রই এই সার্ভারের সমস্যা দূর হবে। এবং তখন আপনারা প্রকল্পের স্ট্যাটাস চেক করে পেমেন্টের যাবতীয় তথ্য দেখে নিতে পারবেন।
Lakshmir Bhandar Status Check Now
এই মাসের লক্ষ্মীর ভান্ডার টাকা কবে ঢুকবে?
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সাধারণত প্রত্যেক মাসের ১০ তারিখের মধ্যেই উপভোক্তাকারীদের ব্যাংক একাউন্টে দিয়ে দেওয়া হয়। জুন মাসেও ১০ তারিখের মধ্যেই লক্ষীর ভান্ডারের টাকা দেওয়া হয়েছিল। তাই এবারও আশা করা যায় ১০ তারিখের মধ্যেই প্রকল্পের টাকা ঢুকে যাবে।
এছাড়া লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সমস্ত আপডেট রাখতে আমাদের অফিসিয়াল গ্ৰুপকে join থাকুন ও যে কোনো প্রশ্ন জানতেই কমেন্ট করুন।
Ami June month er taka Paine.
Please service the server of LAXMIR BHANDAR PRAKALPA immediately