Lakshmir Bhandar New Application 2024 Duare Sarkar Camp : লক্ষ্মীর ভান্ডারের নতুন আবেদন দুয়ারে সরকার, শুরু হচ্ছে লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদন আগামী মাসে অগাস্ট। যেসব মহিলারা এখনো লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা পান না তারা এবারে আবেদন করে নিন দুয়ারে সরকার ক্যাম্পে। জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প। আপনার যারা লক্ষীর ভান্ডার প্রকল্পে নতুন আবেদন করতে চান তারা সামনের জুলাই মাসে নিজের নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করে নিতে পারেন।
কীভাবে লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে হয়? আবেদনপত্র কোথায় জমা করতে হয়? আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস এর প্রয়োজন এবং পরবর্তী দুয়ারে সরকারের ক্যাম্প কবে বসবে এই সমস্ত তথ্য বিস্তারিত ভাবে আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরব।
লক্ষীর ভান্ডারের নতুন আবেদন কবে? Lakshmi Bhandar New Apply 2024
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের দুস্থ মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার জন্য ‘লক্ষীর ভান্ডার’(Lakshmi Bhandar) প্রকল্পটি চালু করেন। এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি ও উপজাতি (SC/ST)মহিলাদের মাসে ১২০০ টাকা করে দেওয়া হয়। এবং সাধারণ শ্রেণীর (OBC/General) মহিলাদের মাসে ১০০০ টাকা করে দেওয়া হয়। ২৫ থেকে ৬০ বছরের সকল মহিলারা লক্ষীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য।
এই প্রকল্পের আবেদন দুয়ারে সরকার ক্যাম্পে হয়ে থাকে। যারা এখনো এই প্রকল্পের সুবিধাথেকে বঞ্চিত তারা এবারের দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারবেন। এতিমধ্যে জানা যাচ্ছে যে আগামী মাসে দুয়ারে সরকার ক্যাম্প বসতে পারে।
জুলাই থেকে অগাস্ট মাসের মধ্যে শুরু হবে দুয়ারে সরকার এবং ওই ক্যাম্পে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্পের পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar) প্রকল্পের আবেদন করা যাবে।
আপনাদের নিজে নিজে এলাকায় ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডারের ফর্ম ও প্রয়োজনীয় ডকোমেন্টস সহ জমা করতে পারবেন।
নিচে Laxmi Bhandar Form দেওয়া রয়েছে বাংলা ফর্ম লক্ষীর ভান্ডার।
লক্ষ্মীর ভান্ডারের আবেদনের জন্য কী কী যোগ্যতা প্রয়োজন?
লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদনের জন্য যোগ্যতা গুলি দেখে নিন
- কেবলমাত্র মহিলারাই লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদন করার যোগ্য।
- ২৫ থেকে ৬০ বছরের সকল মহিলারাই আবেদন করতে পারবে।
- সরকারি কর্মীজীবী কোনো মহিলারা এই প্রকল্পে আবেদন করতে পারবে না।
- পরিবারে স্বাস্থসাথী কার্ড থাকা অব্যশক।
প্রয়োজনীয় ডকুমেন্টস :
- আঁধার কার্ড
- স্বাস্থসাথী কার্ড
- Sc / Obc কার্ড
- ব্যাংকের বই
- পাসপোর্ট সাইজের ছবি
- একটি ঘোষণা পত্র(Income Certificate & Resident Certificate)
- মোবাইল নম্বর।
অনলাইনে কিভাবে লক্ষীর ভান্ডারে প্রকল্পে আবেদন করবেন?
লক্ষীর ভান্ডার প্রকল্পে অনলাইন ও অফলাইন দুই ভাবে আবেদন করা যায়।
অফলাইনে আবেদন করার জন্য আপনাকে যেতে হবে আপনার জেলার নিকটবর্তী কোনো দুয়ারে সরকার ক্যাম্পে। ক্যাম্পে গিয়ে আপনাকে লক্ষীর ভান্ডারের একটি ফর্ম তুলতে হবে। এবং সেই ফর্মটি সঠিক তথ্য দিয়ে পুরুন করে সেই দুয়ারে সরকার ক্যাম্পেই জমা করতে হবে।
লক্ষীর ভান্ডারের আবেদনের জন্য আপনাকে lakshmi bhandar Form ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করে নিবেন। সেই ফর্মটি ফিলাপ করে কাছের কোনো দুয়ারে সরকার ক্যাম্পে জমা করতে হবে।
পরবর্তী দুয়ারে সরকার ক্যাম্প কবে বসবে?
সম্ভবত ২০২৪ সালের জুলাই মাসের প্রথম সপ্তাহেই বসতে পারে দুয়ারে সরকার ক্যাম্প। যারা লক্ষীর ভান্ডারে নতুন আবেদন করতে চান বা আবেদন করেছিলেন কিন্তু টাকা পাননি তারা এবারের দুয়ারে সরকারে আবেদন করে নিতে পারেন।
Lakhir bhandar benifit price please jeneral cast 1500 , other cast 2000 give all West Bengal female citizen please