lakshmir bhandar: The West Bengal government announced the Lakshmi Bhandar or Laxmi Bhandar Scheme in years of 2021 by Chief Minister Mamata Banerjee in the Department of Women & Child Development and Social Welfare. Lakshmir Bhandar 2024 | Lakhir Bhandar| Laxmi Bhandar Status Check and Lakshmi Bhandar Status |
laxmi bhandar status check phone number | laxmi bhandar status check phone number | laxmi bhandar form | লক্ষ্মীর ভান্ডার কবে ডুকবে? | lakhir bhandar | lokkhi bhandar | lakshmi bhandar | lokhir vadar |
NEW UPDATE: এই মাসের লক্ষ্মীর ভান্ডার কবে ডুকবে?: Laxmi Bhandar এই মাসের টাকা আগামী ১০ তারিখের মধ্যে সমস্ত lakshmir Bhandar টাকা ডুকবে । এখনই চেক করুন Lakshmir bhandar status এ Payment Under Process দেখাচ্ছে তাদের টাকা কিছুদিনের মধ্যে ডুকবে । টাকা ঢুকলে Payment Success দেখাবে ।
লক্ষ্মীর ভান্ডার ১০০০ টাকা ও ১২০০ টাকা কবে ডুকবে?
এই মাসের লক্ষ্মীর ভান্ডার দেওয়া শুরু হয়েছে ০১ তারিখ থেকে এবং আগামী ১০ তারিখের মধ্যে সকলের টাকা ডুকবে যাবে ।
👉 Laxmir Bhandar Status check ☚ লক্ষ্মীর ভান্ডার ফর্ম ২০২৪ (বাংলা ) – Laxmi Bhandar Form PDF 2024 (Bengali) |
lakshmir bhandar 2024 – Laxmi Bhandar Status check| Lakhir Bhandar – socialsecurity.wb.gov.in| www.lakshmi bhandar.gov.in
lakshmir bhandar: West Bengal state’s most popular scheme for women is “Laxmi Bhandar or Lakshmir Bhandar“, In this scheme government provides financial support for every household woman. Every age of 25 to 60 women can apply for the Lakhir Bhandar Scheme. In this project, the government provides monthly income benefits of Rs. 1,200/- for SC/ST category women and Rs. 1,000/- for OBC and general women.
In this post, we share all about the Scheme and how to check Laxmi Bhandar status.
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রতিটি পরিবারের মহিলা সদ্যসদের আর্থিক ভাবে সাবলম্বী করার জন্য 2021 সালের সেপ্টেম্বর মাসে ‘লক্ষীর ভান্ডার ‘ প্রকল্পটি চালু করেন। এই প্রকল্পের আওতায় প্রত্যেক তপশীল জাতি ও তপশীল আদিবাসী (SC/ST)মহিলারা মাসে 1200 টাকা এবং অন্যান মহিলা সদস্যরা (OBC/ General) মাসে 1000 টাকা করে লক্ষীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন।নারীদের আত্মনির্ভর ও সাবলম্বী করে তোলার উদ্যেশেই প্রধানত লক্ষীর ভান্ডার প্রকল্পটি রূপায়ন করা হয়।
Overview Of lakshmir bhandar Scheme 2024
Department | Lakshmi Bhandar Scheme |
State | West Bengal |
Department | Women & Child Development and Social Welfare of West Bengal |
Launched by | CM Mamata Banerjee |
Benefits | Rs.1,200/- and Rs. 1,000/- per month |
Application Process | Duare Sarkar Camp |
Age | 25-60 years of women. |
Laxmi Bhandar Budget 2023-24 | 30 Cr for the scheme |
What is Lakshmir Bhandar Scheme 2024 – লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ২০২৪
পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মহিলাদের আর্থিকভাবে সাহায্য করার জন্য অনেক প্রকল্প চালু করেছেন। এইরকম একটি প্রকল্প হলো ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রাপ্ত বয়স্ক মহিলা সদ্যদের একটি মাসিক আর্থিক সহয়তা প্রদান করা হয়। বাড়ির মহিলাদের মধ্যমে পরিবারের আয়ের সংস্থান করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য।
আজকের এই প্রতিবেদনটিতে আমরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সম্পর্কিত যাবতীয় তথ্য আপনাদের সামনে তুলে ধরবো।
Details of Lakshmir Bhandar 2024
প্রকল্পের নাম | লক্ষ্মীর ভান্ডার প্রকল্প |
চালু করেছেন | পশ্চিমবঙ্গ সরকার |
উদেশ্য | রাজ্যের মহিলাদের আর্থিকভাবে সহায়তা করা । |
কারা এই প্রকল্পের সুবিধা পাবেন | সমস্ত গৃহস্ত মহিলারা । |
প্রকল্পের বাজেট | 12900 কোটি টাকা । |
আবেদন মাধ্যম | অনলাইন এছাড়াও অফলাইনে দুয়ারে সরকার ক্যাম্পে । |
SC/ST মহিলাদের টাকার পরিমান | মাসিক 1,200 টাকা |
অন্যান মহিলাদের টাকার পরিমান | মাসিক 1,000 টাকা |
বয়স | 25 থেকে 60 বছরের সকল মহিলারা |
Lakshmi Bhandar Benefits
SC/ST Category | Rs.1200/- per month. |
General /OBC Category | Rs.1,000/- per month. |
লক্ষীর ভান্ডার টাকা
- মহিলাদের মাধ্যমে পরিবরের আর্থিক সহয়তা করা জন্য পশ্চিমবঙ্গ সরকার লক্ষীর ভান্ডার প্রকল্পটি চালু করেন।
- এই প্রকল্পে তপশীল জাতি ও উপজাতি মহিলাদের মাসে ১০০০ টাকা করে দেওয়া হয়।
- সাধারণ মহিলাদের মাসে ৫০০ টাকা করে দেওয়া হয়।
- পশ্চিমবঙ্গের প্রায় ১.৬ কোটি পরিবার উপকৃত হবে এই প্রকল্পে।
Laxmi Bhandar Status Check 2024 | Lakshmir Bhandar status | Lakhir Bhandar
Laxmi Bhandar Status Check Online @socialsecurity.wb.gov.in
- Open the official website of https://socialsecurity.wb.gov.in
- Then Click on the “Track Application Status” Option.
- Now open a new page and here enter your “application ID/ mobile number or Aadhar card number.
- Fill in the CAPTCH and Click on the Search option.
- Now you are able to see the Lakshmi Bhandar status check.
পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদনকারীদের জন্য এনেছে এক বিশেষ সুবিধা। এখন থেকে আবেদনকারীরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের Status Check করতে পারবে নিজের মোবাইল ফোনে দিয়েই। অর্থাৎ আপনি এখন ঘরে বসেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করে আপনার লক্ষীর ভাণ্ডারের এপ্লিকেশন আইডি বেনিফিশিয়ারি আইডি, লক্ষ্মীর ভান্ডার পেমেন্ট success হলো কী না? লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন এপ্রুভ হলো কী না?ইত্যাদি যাবতীয় তথ্য দেখতে পারবেন।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক ২০২৪ |Lakhir Bhandar status check
Step -1: লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চেক করার জন্য সর্বপ্রথমে আপনাকে মোবাইলের যেকোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং লক্ষ্মীর ভান্ডার এই https://socialsecurity.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করতে হবে।
Step -2: অফিসিয়াল ওয়েবসাইটটিতে আসার পর এই পেজটির নিচের দিকে Track Application Status অপশনটিতে ক্লিক করতে হবে।
Step -3: ক্লিক করার পর যে পেজটি আসবে সেখানে আপনার লক্ষীর ভান্ডারের এপ্লিকেশন আইডি /মোবাইলে নম্বর / স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার / আধার নাম্বার যে কোনো একটি দিতে হবে।
Step -4: এরপর captcha কোর্ডটি দিয়ে search অপশনে ক্লিক করতে হবে। ক্যাপচা কোর্ডটি বুঝতে না পারলে সাইট দিয়ে থাকা রিফ্রেশ বটনে ক্লিক করে নতুন ক্যাপচা কোড পেতে পারেন।
STEP -5: Search বটনে ক্লিক করার পর আপনার লক্ষ্মীর ভান্ডারের এপ্লিকেশন আইডি এবং ব্যাংকের যাবতীয় তথ্য এছাড়াও লক্ষ্মীর ভান্ডার পেমেন্টের সমস্ত তথ্য দেখতে পারবেন।
Laxmi Bhandar status check with application ID
Application ID দিয়ে কী ভাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করবেন তা দেখে নিন –
- এপ্লিকেশন আইডি দিয়ে স্ট্যাটাস চেক করার জন্য সবার প্রথমে লক্ষী ভান্ডারের এই অফিশিয়াল ওয়েবসাইট https://socialsecurity.wb.gov.in ওপেন করতে হবে।
- এরপর ট্র্যাক এপ্লিকেশন স্ট্যাটাস অপশন এ ক্লিক করতে হবে।
- এরপর 9 সংখ্যার লক্ষ্মীর ভান্ডারের application ID নাম্বারটি দিয়ে ও captcha কোর্ডটি দিয়ে Search অপশনে ক্লিক করতে হবে।
- এরপরেই আপনার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সমস্ত তথ্য দেখতে পারবেন।
Laxmi Bhandar Status check phone number
মোবাইল নাম্বার দিয়ে লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস কিভাবে চেক করবেন তা এক নজরে দেখে নিন –
- মোবাইল নম্বর দিয়ে লক্ষীর ভান্ডার স্ট্যাটাস চেক করার জন্য সবার প্রথমে লক্ষীর ভান্ডারের এই অফিসিয়াল https://socialsecurity.wb.gov.inওয়েবসাইটটিতে আসতে হবে।
- এরপর Track Application অপশনে ক্লিক করতে হবে।
- এরপর আপনার রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচা কোর্ড দিয়ে search অপশনে ক্লিক করলেই লক্ষী ভান্ডারের সব তথ্য দেখতে পারবেন।
- ঠিক একই পদ্ধতি অনুসরন করে আধার কার্ডের নাম্বার দিয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস দেখে নিতে পারেন।
How To Check lakshmir bhandar With Mobile Number 2024:মোবাইল নাম্বার দিয়ে লক্ষীর ভান্ডার চেক করার পদ্ধতি
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে রাজ্যের দুঃস্থ মহিলাদের আর্থিক সাহায্য করার জন্য লক্ষীর ভান্ডার (Laxmi Bhandar Scheme)প্রকল্পটি চালু করেন। লক্ষীর ভান্ডার প্রকল্পের মূল উদ্দেশ্য হলো মহিলাদের মাধ্যমে পরিবারের আর্থিক সহায়তা করা। এই প্রকল্পের মাধ্যমে তপশীল জাতি ও উপজাতি (SC / ST) মহিলাদের মাসে 1200 টাকা করে দেওয়া হয় এবং অন্যান মহিলাদের(OBC/General) মাসে 1,000 টাকা করে দেওয়া হয়। 25 বয়স থেকে 60 বয়সের সকল মহিলারা এই প্রকল্পে আবেদন করতে পরবে। দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে এই প্রকল্পের জন্য আবেদন করতে হয়। এখন পর্যন্ত প্রায় 5 লক্ষরও বেশি মহিলারা লক্ষীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছে।
আপনি যদি লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদন করে থাকেন এবং টাকা কবে ঢুকবে তা দেখতে চান আবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে দুই তিন বার আবেদন করা সত্বেও লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা এখনো ঢুকছে না তাদের জন্য রয়েছে এক উপায়। Laxmi Bhandar Status Chek করে দেখে নিতে পারেন প্রকল্পের টাকা কবে ঢুকবে। ঘরে বসেই নিজের মোবাইল নম্বর দিয়েই দেখে নিতে পারেন লক্ষীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস।
মোবাইল নম্বর দিয়ে লক্ষীর ভান্ডারের স্ট্যাটাস চেক করার পদ্ধতি : লক্ষীর ভান্ডার মোবাইল নাম্বার দিয়ে চেক
মোবাইল নম্বর দিয়ে কিভাবে লক্ষীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করতে হয় তা এক নজরে দেখে নিন।
লক্ষীর ভান্ডার মোবাইল নাম্বার দিয়ে চেক:
- মোবাইল নম্বর দিয়ে Laxmi Bhandar Status Check করার জন্য সর্বপ্রথম আপনাকে পশ্চিমবঙ্গ সরকারের এই https://socialsecurity.wb.gov.in/ অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
- পেজটি ওপেন হওয়ার পর নিচের দিকে ‘Track Application Status’ লেখা অপশনটিতে Click করতে হবে।
- এরপর যে পেজটি আসবে সেখানে Mobile Number এর জায়গায় লক্ষী ভান্ডার জমা করার সময়ে যে ফোন নাম্বারটি দিয়েছিলেন সেটি বসাতে হবে।
- এরপর Captcha Cord টি দিয়ে Serch অপশনে Click করলেই আপনার লক্ষী ভান্ডারের সমস্ত তথ্য দেখতে পারবেন।
মোবাইল নম্বর ছাড়াও Aplication ID/আধার কার্ড /স্বাস্থসাথী কার্ড দিয়েও লক্ষী ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারেন।
আধার কার্ড দিয়ে লক্ষীভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক :
আধার কার্ড দিয়ে কিভাবে laxmi Bhandar Status Check করতে হয় তা দেখে নিন
- আধার কার্ড দিয়ে স্ট্যাটাস চেক করার জন্য সর্বপ্রথম পশ্চিমবঙ্গ সরকারের এই অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করুন https://socialsecurity.wb.gov.in/
- এরপর ‘ট্র্যাক এপ্লিকেশন স্ট্যাটাস ’ অপশনে ক্লিক করুন।
- এরপর Aadhar Number ও Captcha Cord টি দিন।
- এরপর Search বটনে ক্লিক করুন।
- সার্চ করার পরই আপনি আপনার লক্ষী ভান্ডারের সমস্ত তথ্য দেখে নিতে পারবেন।
উপরে যেভাবে দেওয়া হলো ঠিক একই ভাবে আপনারা Aplication ID ও Swasthya Sathi কার্ডের নাম্বার বসিয়ে লক্ষী ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন।
Eligibility : Lakshmi Bhandar 2024
- Applicant must be a permanent citizen of West Bengal.
- Applicant must be female.
- Applicant’s minimum age should be between 25 to 60 years old.
- Women earning from any government job are not eligible to apply for the Laxmi Bhandar Scheme.
(তবে 2023 সালে লক্ষ্মীর ভান্ডারের নতুন নিয়ম অনুযায়ী স্বাস্থসাথী কার্ড ছাড়াও প্রকল্পে আবেদন করা সম্ভব)
Important Document for Lakshmi Bhandar Scheme
- Aadhar Card
- Swasthyasathi Card (if available Not mandatory)
- SC/ST Cast Certificate (if available Not mandatory)
- Applicant Bank Account Number.
- Passport-size photograph of the applicant.
- Mobile Number
- Income Certificate & Resident Certificate
Laxmi Bhandar Apply Process 2024
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন অফলাইনে করার জন্য আবেদনকারীদের যেতে হবে নিকটবর্তী কোনো দুয়ারে সরকার ক্যাম্পে। সেখানে গিয়ে application form তুলতে হবে। এবং প্রয়োজনীয় নথি পত্র দিয়ে ফর্মটি ফিলাপ করে নিদিষ্ট সময়ে দুয়ারে সরকার ক্যাম্পেই জমা করতে হবে।
Laxmi Bhandar form PDF : লক্ষ্মীর ভান্ডার ফর্ম 2024
Laxmi Bhandar Status Check | Track Application Status |
Home | laxmibhandar.org |
Laxmi Bhandar বা যে কোন প্রশ্নের জন্য কমেন্ট করুন এবং আমাদের WhatsApp Group এ জুড়ে থাকুন সরকারি প্রকল্পের আপডেট পেতে :
How do I check my Laxmi Bhandar status?
To check laxmi bhandar status 2024:
1. Go to official website https://socialsecurity.wb.gov.in/
2. then click on “Track Application Status” Option
3. Now Enter your – Mobile Number/ Application ID/ Aadhar Number/ Swasthyasathi Number any of one of these.
4. Enter The Captcha and Search option.
5. Now View the status of your Laxmir Bhandar Status.
laxmi bhandar payment status check
laxmi Bhandar payment status check process:
1. Visite Laxmi Bhandar Website
2. Then click on the track application status option and fill up your details.
3. After showing your status scroll down and click on View Status Deatils option .
4. Now hare you can check laxmi bhandar payment status monthly wise.